
ইরানকে মোকাবেলায় ন্যাটো জোটের আদলে ‘আরব ন্যাট’ গঠনের জন্য সৌদি আরব, মিশরসহ কয়েকটি আরব দেশকে চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, মিশর, জর্ডান সহ ছয় উপসাগরীয় দেশকে নিয়ে একটি সামরিক ও রাজনৈতিক জোট গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে।
সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এগিয়ে নেয়ার জন্য এরইমধ্যে এসব আরব দেশের ওপর চাপ সৃষ্টি করেছে। যদিও এসব দেশ নিজেরাই মারাত্মকভাবে দ্বিধাবিভক্ত তারপরও তাদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প।
এ জোটে পারস্য উপসাগরীয় ছয় দেশ এবং মিশর ও জর্ডানকে রাখতে চান ট্রাম্প। এ ক্ষেত্রে আমেরিকা সংগঠকের ভূমিকা পালন করবে এবং এ জোট থেকে দূরে থাকবে।
শনিবার মার্কিন ও আরব কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনে একটি শীর্ষ সম্মেলন হবে এবং ওই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনা আবার তুলে ধরবেন।
হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ নিয়ে তারা কাজ করছে এবং সম্ভাব্য জোটের নাম হতে পারে ‘মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স’ বা মেসা।
সূত্র: আল জাজিরা