
ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের ঘটনায় এ প্রাণহানি ঘটেছে।
শুক্রবার (২৭ জুলাই) উত্তর প্রদেশ সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিয়ম মেনে আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া