
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ র্যালী ও আলোচনা সভার আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা স্বেচ্ছাসবকলীগের আহ্বায়ক হামিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল ও সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রনজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, সহ-সভাপতি ও কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম-সাধারন সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠানিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ, সাংগঠানিক সম্পাদক ও কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসবকলীগের যুগ্ম-আহ্বায়ক তৌকির হাসান রচি ও নজরুল ইসলাম প্রমুখ।
এরআগে প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় এবং উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।