
তুরস্ককে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন।
আঙ্কারার হাতে আটক আমেরিকান যাজককে মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে তুরস্কের পক্ষ থেকে এই জবাব এলো।
বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে ইব্রাহিম কালিন এই সতর্ক বার্তা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ন্যাটোর মিত্র হিসেবে আমাদের দেশকে উদ্দেশ্য করে কারো হুমকিসম্বলিত ভাষা আমরা গ্রহণ করব না।’
তিনি আরো বলেন, ‘মার্কিন প্রশাসন কখনোই ফেতু’র বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দেশটির জানা উচিত যে মার্কিন যাজক ইস্যুকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তুরস্ককে হুমকি প্রদানের মাধ্যমে কোনো ফলাফল পাবে না। কেননা বিষয়টি তুর্কি স্বাধীন বিচার বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে।’
ন্যাটো-সদস্যের তুরস্কের বিচার বিভাগের হস্তক্ষেপের চেষ্টায় ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ‘যাজক অ্যান্ড্রু ব্রুনসনকে দীর্ঘকালীন আটক রাখার জন্য তুরস্কের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করা হবে।’
২০১৬ সালের ডিসেম্বরে ইজমিরের ইজিয়ান প্রদেশ থেকে আটক হওয়ার পর ব্রুনসনকে গত বুধবার গৃহবন্দী করা হয়েছে।
সূত্র: রয়টার্স, আনাদুলো এজেন্সি