
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ২৬ জুলাই বৃহস্পতিবার গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাতে বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক টিটুল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক সেলু, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, সাংগটনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, যুগ্ম সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, জেলা যুবদল নেতা ইউনুস আলী দুখু, খন্দকার আল আমিন, নোমান সরকার, পলাশবাড়ি যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন, গোবিন্দগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাঘাটা থানা যুবদলের সভাপতি আহমেদ কবীর শাহীন, সুন্দরগঞ্জ পৌর যুবদলের সভাপতি ইফতেখার হোসেন পোপেল, আব্দুর রহমান, ফুলছড়ি থানা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, সাদুল্যাপুর থানা যুবদলের আতাউর রহমান, সদর থানা যুবদলের অন্যতম নেতা মোখলেছুর রহমান, আব্দুল সাত্তার, নুরে আলম সিদ্দিক প্রিন্স, হাফিস আল আসাদ, তৌফিকুর রহমান সাগর, রুহুল আমিন তমাল, আব্দুল লতিফ, মামনুর রশিদ মামুন, হাবিবুর রহমান সাগর, শাহেদ হোসেন, মাসুদ রানা, ফেরদৌস আলম লিটন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।