
কিশোরগঞ্জ জেলার দড়িয়াকুনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
বুধবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দড়িয়াকুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার চান্দুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য লুৎফা বেগমের ছেলে দিপু, তার ভাসুরের ছেলে সাব্বির ও আরেক আত্মীয় মাসুদ।
কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার চান্দুপুর ইউনিয়নের চারিয়াগ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার পথে চারজনকে বহনকারী মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ওসি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর আরেকজন হাসপাতালে মারা যায়।