
আরব দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থনে বড় বড় কথা বলতেও তাদের সহায়তায় কোনো অর্থ ব্যয় করছে না বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ে মাসিক সভায় হ্যালি এই অভিযোগ করেন।
হ্যালি বলেন, ‘জাতিসংঘের সদস্য দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো ফিলিস্তিনিদের ব্যাপারে উচ্চস্বরে গলা ফাটায়, কিন্তু যখন অর্থের জন্য চেক লিখতে বলা হয়, তখন তারা হঠাৎকরেই অনুপস্থিত হয়ে যায়।’
বর্ণবাদী ট্রাম্পের এই সহযোগী দাবি করেন, ‘নিরাপত্তা পরিষদে তাদের কথিত একটি শব্দও কোনো ফিলিস্তিনি শিশুকে খাওয়ানো, পোশাক পরিধান বা শিক্ষা দেয় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে দিতেই তারা এসব করে।’
নিপীড়ক রাষ্ট্র ইসরাইলের দৃঢ় সমর্থক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হ্যালি আরো দাবি করেন, ১৯৯৩ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রতিবছর ফিলিস্তিনিদের জন্য এক বিলিয়ন ডলারের ‘এক চতুর্থাংশ ডলার’ প্রদান করে আসছে।
সূত্র: জেরুজালেম পোস্ট