
পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনের দিন বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে পুলিশ জানায়।
বুধবার (২৫ জুলাই) একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এই হামলা ঘটে বলে জানা যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহসিন বাট বলেন, হামলাটি দেখে মনে হচ্ছে আত্মঘাতী।
এদিকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। সহিংসতা এড়াতে গোটা পাকিস্তানের বিভিন্ন ভোট কেন্দ্রে ৩ লাখ ৭১ হাজার সেনাসদস্যসহ প্রায় ৮ লাখ নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র: এএফপি