
যশোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের কানাইতলা যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুইদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে- ভোরের (২৫ জুলাই) দিকে এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুইটি লাশ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনটি ধারালো হাসুয়া ও একটি করাত উদ্ধার করা হয়েছে।