
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ তাঁতীলীগের উদ্যোগে মাদক-জঙ্গীবাদ বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ টাউনহলে উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, গাইবান্ধা জেলা তাঁতীলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, উপজেলা কৃষক সভাপতি মোহাব্বতজান চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা, নাজিবুর রহমান নয়ন, মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল ও পৌর তাঁতীলীগ যুগ্ম আহবায়ক পলাশ সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব। এর আগে একটি মাদক-জঙ্গীবাদ বিরোধী র্যালী সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।