
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোনারপাড়ায় ৭৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ি শাকিল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
২৩ জুলাই সোমবার রাত্রি অনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম চলমান মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সোনার পাড়া এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রয় করা কালীন মাদক ব্যবসায়ী ১। শাকিল মিয়া (৩৫) কে হাতে নাতে ৭৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে।
ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি শাকিল মিয়া (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপত্বিপুর গ্রামের সোনারপাড়ার সালজার রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহদী হাসান জানান, উদ্ধার কৃর্ত হেরোইনের মুল্য ১৩০০০০/- টাকা।ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতারের ঘটনায় মাদক ব্যবসায়ি শাকিল মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।