

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের কেদারে নিজ বাড়ী থেকে ৩০৫ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মানিক মন্ডল (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধার একটি টিম।
গোপন সংবাদের ভিক্তিতে, আজ ২৩ জুলাই সোমবার বিকালে পলাশবাড়ী সদরে উদয়সাগর গ্রামের কেদারে অভিযান চালিয়ে মানিকের নিজ বাড়ী থেকে ৩০৫ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মানিক মন্ডলকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব।
ইয়াবাসহ গ্রেফতারকৃত মানিক মন্ডল (২৮) পলাশবাড়ী সদরের উদয়সাগর গ্রামের কেদার নামক পাড়ার মুনছুর মন্ডলের বড় ছেলে।
এখবর নিশ্চিত করে র্যাব ১৩ এর গাইবান্ধার এ এস পি হাবিব জানান,আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন হতে চিহ্নিত মাদক ব্যবসায়ি মানিক মন্ডল ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য নিজ বাড়ীসহ বিভিন্ন স্থান থেকে ব্যবসা চালিয়ে আসছিলো।