
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামের এক স্কুল শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করেন। আটক দু’জনের কাছ থেকে ২০৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার শ্রীপুর চ্যাংমারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইতিহাস) ও দক্ষিণ শ্রীপুর চ্যাংমারী গ্রামের মৃত শফিউল হক সরকারের ছেলে। অপর আটক সুমন সরকার (৩৫) বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাহাবাজ (লিটনের মোড়) গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান সাংবাদিকদের ২০৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের সময় শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১০৯ এবং সুমন সরকারের কাছ থেকে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।