
মধ্য প্রাচ্যের সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আল আমিন করিম (৪৪)। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রংমালা গ্রামে। তার বাবার নাম আবুল খায়ের।
সৌদি আরবের জেদ্দা শহরের তুয়েলে নিজ কর্মস্থল পেট্রোল পাম্প থেকে এশার নামাজের উদ্দেশ্যে আল আমিন করিম মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। তার লাশ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।