
আত্মঘাতী বোমা হামলার শিকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইকরামুল্লাহ গান্দাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানের ডন পত্রিকাকে জানান, রবিবার ইকরামুল্লাহর ওপর হামলায় কমপক্ষে ৮-১০ কেজি গান পাউডার ব্যবহার করা হয়েছে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৈনিক ডন এর খবরে বলা হয়, হামলায় ইকরামুল্লাহর ড্রাইভার নিহত ও তার গার্ড আহত হয়েছেন।
পুলিশ জানায়, ইমরান খানের পিটিআইয়ের এই প্রার্থী একটি রাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় তার বাসভবনের কাছে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইকরামুল্লাহ গান্দাপুর পিটিআইয়ের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া মন্ত্রিসভায় প্রাদেশিক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাই আইনমন্ত্রী ইস্রারুল্লাহ গান্দাপুর আগে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ার পর উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ইকরামুল্লাহ।
পিটিআইয়ের প্রধান ইমরান খান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।