
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা ইস্যুতে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তিন সিটিতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই দলীয় নেতাকর্মীদেরকে প্রশাসন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না। নির্বাচনে আসা তাদের রাজনৈতিক অধিকার। আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়। বাংলাদেশেও সেভাবেই নির্বাচব হবে।’