
গাইবান্ধা জেলার ডলার প্রতারক চক্রের মূলহোতা সাদুল্ল্যাপুরের মোতালেব গ্রুপের দুই সদস্য ১। জাহিদুল (৩২) ও ২। রিপন ব্যপারী(৩৫) কে ডিবি পুলিশ গত ২০ জুলাই দিনব্যাপী অভিযান চালিয়ে ধাপেরহাট এলাকা হতে আটক করে।
আটককৃত ১। জাহিদুল (৩২) সুন্দরগঞ্জ উপজেলার পূর্বছাপরহাটি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ২। রিপন ব্যাপারী (৩৫) সাদুল্যাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মোজ্জাম্মেল ব্যাপারীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, এই চক্র গত ১৭ জুলাই ১৮ ইং তারিখে আশুলিয়ার জাহিদুর রহমান জীবন কে কৌশলে কমদামে ডলার বিক্রয়ের লোভ দেখাইয়া সাদুল্ল্যাপুর থানাধীন দড়িতাজপুর গ্রামে লইয়া গিয়া ৫ লক্ষ টাকা ছিনিয়া লয়।আসামিদ্বয় সহ সহযোগী বাকি আসামিদের বিরুদ্ধে সাদুল্ল্যাপুর থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করার হয়েছে।