
গাইবান্ধা শহরের কুটিপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কোহেলী আকতার (১২) গত শুক্রবার রাতে ঘরের ‘তীরের’ সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
আজ ২১ জুলাই শনিবার সকালে সে তার ঘর না খোলায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কোহেলী শহরের পূর্বকোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। জন্মের কয়েক মাস পরেই তার মা মারা যায়। সে একাকী তার ঘরে থাকতো। সে কিছুটা জেদি ধরণের মেয়ে ছিল। গত শুক্রবার রাতে তার ভাইয়ের বিয়ের মেয়ে দেখার জন্য বাড়ির লোকজন গেলে সেও যেতে চায়। কিন্তু তাকে না নেয়া সে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।