
গোবিন্দগঞ্জ (গাইবান্ধ) প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা ও পৌর বি এন পি’র উদ্দ্যোগে গণতন্ত্র পূর্ণদ্ধার এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা এবং নিঃর্স্বত্ব কারা মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।
গত শুক্রবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় বি এন পি’র কর্মসুচীর অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা ও পৌর বি এন পি ’র উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, থানা বি এন পি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজানুল হাবিব রফিক, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ডিউক চৌধুরী, থানা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপাতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক হাসানুর রহমান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহেদুর রহমান রানক, ছাত্রদল নেতা আতিকুর রহমান রতন, নুর আলম, রাহেনুল, গোবিন্দ, মওদুদ ও মনির প্রমূখ।
বক্তারা অবিলম্বে দেশে গণতন্ত্র পূর্ণদ্ধার এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসাসহ নিঃর্স্বত্ব কারা মুক্তির দাবী করেন।