
জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।
নিহতরা হলেন- পোঘলদিঘা ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন (৩৩), একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন নিমাই (৩০) এবং আব্দুল বারী (৪০)।
আহতরা হলেন- হযরত আলী, আয়েজ উদ্দিন, স্বপন মিয়া ও আনিস। এরমধ্যে আনিস ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।