
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিরনী বালা (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
চিরনী নন্দীগ্রাম পৌর শহরের কালিকাপুর এলাকার সুরেশ প্রামাণিকের স্ত্রী। তিনি পেশায় ইট ভাঙার শ্রমিক ছিলেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
পরে তার ও স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।