
‘স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগাণে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৯ জুলাই বৃহস্পতিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য মেলা।
সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ।
এর আগে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয়। এসময় পৌর পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ সরকারের আমলে মৎস্য চাষী ও মৎস্য উৎপাদনকারিদের ভূর্তকিসহ প্রমোদনা দেয়ার ফলে দেশে মাছের যে ঘাটতি ছিল তা পুরণ করা সম্ভব হয়েছে।