
গাইবান্ধার পলাশবাড়ীতে বর্তমান আওয়ামীলীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধাভোগীদের মাঝে আজ ১৯ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কর্মসূচীর ১ম পর্বের কর্মভাতা ও ২য় ব্যাচের প্রশিক্ষণ ভাতার চেক বিতরন করা হয়।
উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) আরিফ হোসেন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খাঁন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(ভার:)খাদেমুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, পলাশবাড়ী প্রেসকাব সাধারন সম্পাদক মাসুদার রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ । এবার ২’হাজার ৩৮ জনের মধ্যে চেক বিতরন করা হচ্ছে বলে জানা যায়।
উলেখ্য, ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের জন্য বহুল প্রশংসিত এ কর্মসূচির উদ্বোধন করেন।এ কর্মসূচি দেশ জুড়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।