বিনোদন ডেস্ক: অভিনেতা-নির্মাতা আলমগীর কিছুদিন আগে যৌথ প্রযোজনায় ‘একটি সিনেমার গল্প’ নামে একটি ছবি পরিচালনার ঘোষণা দেন। এ ছবিতে পূর্ণিমার অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই ছবিটি তিনি করছেন না।
কেন? পূর্ণিমা জানান, এ ছবিতে আমার বিপরীতে প্রথমে কলকাতার অভিনেতা প্রসেনজিতের অভিনয় করার কথা ছিল। তবে আলমগীর সাহেব জানিয়েছেন প্রসেনজিৎ ছবিটিতে অভিনয় করবেন না। তার পরিবর্তে সেই চরিত্রে আলমগীর ভাই নিজেই অভিনয় করবেন। তাই আমি ছবিটি করছি না। কারণ আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না। সব মিলিয়ে ছবিটি এখন আর করা হচ্ছে না আমার।
এ ছবিতে আরো অভিনয় করার কথা রয়েছে আরিফিন শুভ ও ভারতের আরেক অভিনেত্রী পাওলি দামের। সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৫ই সেপ্টেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে ছোট পর্দায় বেশকিছু নাটকে অভিনয় করছেন পূর্ণিমা। সমপ্রতি রায়হান খানের রচনা ও নির্দেশনায় ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে। এছাড়াও ঈদ উপলক্ষে আরো তিনটি নাটকে কাজ করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। এই তিন নাটকে পূর্ণিমা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও রাজীবুল ইসলাম রাজীবের পরিচালনায় কাজ করবেন।