
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু
ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্ট উপলক্ষ্যে খেলা পূর্ব এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি)মো.আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,সরকারি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ,বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।পৃথক দুই গ্রুপে বিভক্ত উপজেলার ৯ ইউনিয়ন থেকে মোট ১৮ দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে।#