
গাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে আজ ১৬ জুলাই সোমবার বিকাল অনুমানিক ৪ টা ২০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২.৮০.০০০/= (দুই লক্ষ আশি হাজার) পিস Paroptin ও Dekxon ট্যাবলেট সহ আসামি ১। মশিউর রহমান (২৯) ও ২। সাইদুর রহমান (২৬) কে গ্রেফতার করে।
ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১। মশিউর রহমান (২৯) সুন্দরগঞ্জ উপজেলার হুরা বাখাগা গ্রামের মোস্তফা আলীর ছেলে। ২। সাইদুর রহমান (২৬) পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি একে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ভারতীয় আমদানি নিষিদ্ধ Paroptin ও Dekxon ট্যাবলেট এর মূল্য প্রায় ১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত মশিউর ও সাইদুরের বিরুদ্ধে সদর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।