
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বিথি দধি ভান্ডারের সামনে মহাসড়ক পার হতে গিয়ে অভিনাষ (৫০) নামের এক ব্যক্তি অজ্ঞাত গাড়ী চাপায় নিহত হয়েছেন। এসময় দুই মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও নিহত ব্যক্তির লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত অভিনাষ সে রংপুর মাহিগঞ্জের ফতেপুর গ্রামের যতিনন্দ্র মহন্তের ছেলে। অপর দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে একটি দুর্ঘটনায় সাইবেনী নামের এক নারীর মৃত্যু হয়েছে।সে পৌর শহরের থানা খুলসী এলাকার মৃত ক্ষেদু শেখের স্ত্রী। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আবদুল হামিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।