
‘কর্মীদের শারিরিক ও মানষিক প্রস্তুতি নিতে বলেছে, তাহলে আবার তারা কি দেশকে অস্থিতিশীল করতে চায়? সে চেস্টা করে লাভ হবে না দেশের জনগন আপনাদেরকে প্রতিহত করবে। নির্বাচন নিকটে তাই তারা এখন তালগোল পাকানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা মোবারক আলী সিকদারের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, শামসুল হক টুকু, শারাহ বেগম কবরী, অরুন সরকার রানা প্রমুখ।
আর ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এই বক্তব্যর কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আমরা ফাকা মাঠে গোল দিতে চাই না খেলেই গোল দেব। মাঠে খেলতে নেমে দেখুন কয় গোল খান।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা পালিয়েছিল আর পাকিস্তানপন্থি কিছু শিক্ষকরা বিশ্ববিদ্যালয় চালু রাখার চেষ্টায় ছিল তারাই এখন খোলস পরির্বতন করে উদ্বিগ্ন অভিভাবক সেজেছে। বিএনপিকে দিয়ে তারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোনকারীদের ওপর ভর করেছ।