
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পাওনা টাকা নিতে এসে হোসিয়ারী ব্যবসায়ি আব্দুর রহমান মানু নামের যুবক খুন হয়েছে। সে উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের মৃত আইজ আলীর পুত্র। হত্যার সাথে জড়িত সন্দেহে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ীতে আগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাড়ীর আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভূস্মিভূত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
মৃত মানু মিয়ার স্বজনরা জানায়, মানু মিয়ার কাছ থেকে চাকুরীপাইয়ে দেয়ার কথা বলে একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারের মোজাফ্ফর রহমানের পুত্র ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান ৫লক্ষ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন। এরপর থেকে চাকুরী না দিয়ে টালবাহানা শুরু করে। এ ব্যপারে একাধিক বার শালিশী বৈঠক হলে মানু কে ১ লক্ষ টাকা ফেরত দেয়। গত শুক্রবার বাকি টাকা দেয়ার কথা বলে পাওনার স্বপক্ষে যাবতীয় কাগজ পত্র সহ মানুকে সন্ধ্যায় মশিউরের বাড়ীতে ডেকে আনে। এরপর রাতে বাড়ী ফিরেনা এলে মানুর স্বজনরা তাকে খুজঁতে গিয়ে মশিউরের বাড়ীর সামনে পা-বাধা অবস্থায় মানুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ দেয়। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম ঘটনাস্থলে উপস্থিত কালিন সময়ে সাংবাদিকদের জানান,মৃত ব্যক্তি গতকাল মশিউরের নিকট টাকা নিতে এসে নিখোঁজ হয়। এরপর সকালে এ বাড়ী পাশে মানুর ঝুলন্ত মরদেহ দেখতে পেরে উত্তেজিত হয়ে জনতা বাড়ীটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উপ পরিচালক আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করে।