
পৃথিবীর সমস্ত বাধাকে উপেক্ষা করে বাহান্ন বছরের অভিনেতা সাতাশ বছরের তরুণীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর আর কন্যা হলেন যথাক্রমে মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ার।
দীর্ঘ চারবছর ধরে প্রেম করার পর, পরিবারকে মানিয়ে, তিন মাস আগে সম্পন্ন হয়েছে তাদের শুভ পরিণয়। বহু প্রতীক্ষার পর বিয়ে সেরেছিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ সোমান।
আলিবাগের ফার্ম হাউসে মিলিন্দ-অঙ্কিতার ছিমছাম বিয়ে ছিল কয়েক মাসে আগের হট টপিক। তিন মাস কাটতে না কাটতেই ফের বিয়ে করলেন এই অভিনেতা। স্পেনের গিয়ে চুপি চুপি বিয়ে সারলেন। কেউ ঘুনাক্ষরেও টের পেল না। অন্য কোনও মহিলাকে বিয়ে করেছেন। তেমনটা কিন্তু একেবারেই ভাববেন না।
জঙ্গলের মাঝে, পরিবারকে পাশে নিয়ে বিয়ে প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করতে চেয়েছিলেন তারা। সেইমতই স্পেনে গিয়ে ন্যাচারাল ওয়েডিং সারলেন দু’জনে।
এমনকি অঙ্কিতা কোনও স্টিলেটো বা মিলিন্দ ব্র্যান্ডের জুতো পরে বিয়ে সারেরননি। খালি পায়ে জলের মধ্যে পা ডুবিয়ে বিয়ে করলেন এই কাপল। ইনস্টাগ্রামে তাদের এই ন্যাচারাল ওয়েডিংয়ের ছবি আপলোড হয়। সেখান থেকেই ভাইরাল হয়ে যায় তাদের দ্বিতীয় বিয়ের খবর।