
বাংলাদেশ নারী দল বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো সালমা বাহিনী।
আমসটেলভিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। সালমাদের ছুঁড়ে দেয়া ১২৬ রানের টার্গেটে ৭৬ রান করতে পারে স্কটিশ নারীরা।বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের ওপেনার সারাহ ব্রেস ৩১ ও অধিনায়ক ক্যাথরিন ব্রেস ২১ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৩১ করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। এছাড়া দুই ওপেনার শামীমা সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।