
‘সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত দেশে এখন আর বিএনপি-জামায়াতের রাজনীতির প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলে নাকি নির্বাচন হবে না। এবার নির্বাচনে না এলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর নির্বাচনে না এসে ষড়যন্ত্র করলে আপনাদের শেকড় উপড়ে ফেলা হবে।
নানক বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। উন্নয়নের জন্যই খুলনা ও গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান বেলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এ কেএম এনামুল হক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
উল্লেখ্য, জেলার মাদারগঞ্জ উপজেলাকে সারা দেশের মধ্যে আওয়ামী লীগের মডেল সাংগঠনিক উপজেলা হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্য নিয়েই এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় উপজেলা আওয়ামী লীগের একটি স্টলসহ ২১টি তথ্য ও বিক্রয় কেন্দ্র রয়েছে।সূত্র-আরটিএনএন