
ইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঘোড়াঘাট রোডে বাগমাড়া ব্রিজ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশার যাত্রী ছাইদার(৫০) নামে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের নিমদাশের ভিটা গ্রামের মৃত বয়ান ব্যাপারীর ছেলে।
ঘটনাস্থল ও পারিবারিক সূত্রে জানা যায়, ১১ জুলাই বুধবার রাত ৮ টার সময় দিনাজপুর হতে পলাশবাড়ী আসার পথে মেরিরহাট বাগমাড়া ব্রিজ এলাকায় সিএনজি’র সাথে অটোরিকশা সংঘর্ষ হলে ছাইদার (৫০) গুরুতর আহত হয় এবং পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছাইদারকে মৃত বলে ঘোষণা করেন । এ দুর্ঘটনায় নিহত ছাইদার ও আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন, স্বপন চন্দ্র (২০)পিতা হরিশ চন্দ্র ফুলবাড়ি দিনাজপুর মোছা : বিলকিস বেগম(৩৮) স্বামী মোজা মিয়া ও জোলেখা বেগম (৫৬) স্বামী হামিদ মিয়া এ দুই আহত নারী পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলে জানা যায়।