
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ হতে ৯ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ ১১ জুলাই ভোর রাত অনুমান ৪ টা ২০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা গোবিন্দগন্জ থানাধীন কোচাশহর বুনাতলা হতে অভিযান চালিয়ে (৯) জন জুয়ারু কে আটক করে।
আটককৃতরা হলো উপজেলার ফাসিতলা গ্রামের সুরত মন্ডলের ছেলে ১/আশরাফুল আলম(২৮),ছয়ঘরিয়া গ্রামের মৃত আক্তারুজ্জামান ছেলে ২/হাসানুর আলম(৪৪), শক্তিপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ৩/ শিমুল (৩৫), রতনপুর গ্রামের আফতাব আলীর ছেলে ৪/রাশেদ (২৩), বুনগ্রাম গ্রামের কলিম উদ্দিনের ছেলে ৫/ কায়ছার (৩৫), একই গ্রামের তোফাজ্জলের ছেলে ৬/ সুজা মিয়া(২২) সিংগা গ্রামের আঃ খালেকের ছেলে ৭/ মোসলেম উদ্দিন (৩৫), ধারাইকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে ৮/ আব্দুর রাজ্জাক (৩৫),রতনপুর গ্রামের মৃত নবিবর মন্ডলের ছেলে ৯/ শরিফুল ইসলাম কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
পরবর্তীতে আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ১ ও ২ নং আসামিকে ৭ দিনের জেল ও বাকি ৭ আসামিদের অর্থদন্ড প্রদান করেন।এব্যাপারে ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।