
পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি পালনপোলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে একটি বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সোনিয়া হুদা,স্বাস্থ্য বিভাগের কর্মি মহিউদ্দিন, সোহেলী আক্তার বানু,দিপায়ন চন্দ্র ও আমিনুল ইসলাম প্রমুখ। শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত শ্রেষ্টকর্মীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।