
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হিসাব রক্ষণ অফিসার হাদিউর রহমান ও অডিটর গ্রেসি করিমের বিরুদ্ধে ঘুষ, দূর্ণীতি, অনিয়ম ও শিক্ষক হয়রানির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এক মানববন্ধন আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে হিসাবরক্ষণ অফিসার ও অডিটরের বিরুদ্ধে বিভিন্ন ঘুষ, দূর্ণীতি, অনিয়ম এবং শিক্ষক হয়রানির অভিযোগ এনে অবিলম্বে তাদের অপসারণ দাবী করে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার, প্রধান শিক্ষক আঃ হালিম মন্ডল, মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাছিনা মমতাজ, সহকারী শিক্ষক মোখলেছার রহমান মিলন ও সাংবাদিক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।
আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে শিক্ষকরা জানান।