
ফাইনালে উঠার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। দুদলই আক্রমণাত্মক শুরু করে। প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে ১৫ মিনিটে হাতের নাগালে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ড।
প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়েছে । তবে গোলের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য বিরতিতে গিয়েছেন হ্যাজার্ড ও এমবাপ্পেরা। প্রথমার্ধের শেষের দিকে বেলজিয়ামের পক্ষে সুবর্ণ সুযোগ মিস করেন লুকাকু। দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতি এগিয়ে নেন ফ্রান্সকে। এরপর আর কোন দলই গলের দেখা পায়নি। আর ফলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালের চলে গেল ফ্রান্স।