1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম আর নেই সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী-ফায়ার সার্ভিস কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার করলেন এটিএম আজহারুল ইসলাম স্পেনে বেকারত্ব নেমেছে ১০ শতাংশের নিচে রংপুরে খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সেনাবাহিনী প্রধান অন্ধকার কাটছে আলোয়, নিরাপত্তা বাড়ছে প্রযুক্তিতে। পলাশবাড়ী পৌরসভায় সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম জোরদার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কোচিং মাফিয়াদের উপদ্রবে শিক্ষাব্যবস্থা আজ গভীর এক নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে দাঁড়িয়ে। গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার

শিশু অধিদপ্তর গঠন করার ওপর গুরুত্বারোপ করলেন ডেপুটি স্পিকার

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

শিশু অধিকার বিষয়ে একটি শিশু অধিদপ্তর গঠন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, সরকার বাংলাদেশে শিশু বাজেট বরাদ্দ করেছে। এর আগে কোন সরকার শিশু বাজেট বরাদ্দ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি মমতার কারণেই বর্তমান সরকার শিশুদের কল্যাণে সবসময় উদারতার পরিচয় দিয়েছে এবং এখনও দিচ্ছে।
আজ জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু অধিকার পরিস্থিতি: অবস্থার উত্তরণে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংসদীয় ককাস ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, নাজমূল হক প্রধান, মো. মাহবুব আলী, মো. ইয়াসিন আলী, উম্মে কুলসুম স্মৃতি, কাজী রোজী, শামছুল আলম দুদু, কামরুন্নাহার চৌধুরী, নাভান আক্তার ও ইউএনডিপির প্রতিনিধিসহ প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু অধিকার ফোরামের আবদুল্লাহ আল মামুন ।
ফজলে রাব্বী মিয়া বলেন, সব ধরনের শিশুদের সুরক্ষায় জাতীয় শিশু সুরক্ষা ফ্রেম ওয়ার্ক প্রণয়ন, শিশু সুরক্ষার জন্য রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ করা, বেসরকারী সংগঠন ও মিডিয়ার সাথে সমন্বয়ের মাধ্যমে জনগণের সাথে শিশু সুরক্ষার বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা এবং শিশু অধিকার সুরক্ষায় সংসদে এবং সংসদের বাইরে তাদের ভূমিকা আরো জোড়াল করা হলে শিশুদের জন্য নিরাপদ ও অধিকারপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ডেপুটি স্পিকার বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তা সঠিকভাবে সময়মত শিশুদের কল্যাণে যাতে খরচ হয় সেজন্য মন্ত্রণালয়ের নজরদারি আরো বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বাজেটের সুষম ব্যয় নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরো বেশি জোরদার করার উপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft