
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন থেকে মোহাম্মদ আলী জিন্না (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
আজ ৯ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের বারবলদিয়া গ্রামে অভিযান চালিয়ে গাজা সহ এ মাদককারবারিকে হাতে নাতে আটক করা হয়। আটক জিন্না ওই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার জানান, ওই গ্রামে অভিযান চালিয়ে জিন্নাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধিন আছে।