
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্টেট আব্দুর রাফিউল আলম নেতৃত্বে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি উপজেলার কাটাবাড়ি উইনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ির গোডাউনে অভিযান চালান। এসময় এ গোডাউন থেকে ২০১৮ শিক্ষাবর্ষসহ বিভিন্ন শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের লক্ষাধিক নতুন বই জব্দ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত শফিকুজ্জামান, কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বই গুলো জব্দ করা হলেও বাড়ির কাউকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রাফিউল আলম।
এ ঘটনার পর উপজেলার সচেতন জনতা দাবী করে বলেন, আগামী প্রজন্মকে শিক্ষিত জাতি হিসেবে গঠনে গৃহিত শিক্ষাখাতের উন্নয়ন কে ভেস্তে দিতে এসব বই যারা বিক্রি ও ক্রয় করেছে তাদের উভয়কে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অনুরোধ করেন।