
“গাছ লাগান-পরিবেশ বাঁচান” শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় রোববার বিকেলে ঔষধি গাছ বাসক চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় বে-সরকারী সংস্থা নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র উদ্যোগে উপজেলা সদরে অবস্থিত স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র পরিচালক আব্দুল্যা-আল-মামুন, সংগঠনের উপদেষ্টা এসকে মাহমুদ ও সেবাদানকারী সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের “স্বপ্নের সংসদ সদস্য” ছাত্র সংগঠনের প্রধানমন্ত্রী মশিউর রহমান, অর্থমন্ত্রী তাজমিন আক্তার, শিক্ষামন্ত্রী সৌরভ প্রামানিক, খাদ্যমন্ত্রী মমিনুল ইসলাম, ক্রীড়ামন্ত্রী আল কাইয়ুম, ধর্মমন্ত্রী জোবায়ের ইসলাম ও জিএস জিহাদ বিল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র উদ্যোগে উপজেলা সদরের বড় ঈদগাহ মাঠ হতে কিশোরগাড়ী ইউপি’র গণেশপুর বাজার পর্যন্ত রাস্তার দু’ধারে পর্যায়ক্রমে ঔষধি গাছ বাসক চারা রোপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।