
গাইবান্ধার সাঘাটায় যুবলীগ নেতা মুকুল হত্যার প্রতিবাদে অর্ধ দিবস হরতাল ও মানববন্ধন আজ রবিবার সকালে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে স্থাানীয় ব্যবসায়ী ও এলাকাবাসির উদ্দ্যোগে মানববন্ধনে এলাকার নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন ।

ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, বিআরডিবি সভাপতি শামছুল সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ও সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ ।
অপর দিকে যুবলীগ নেতা মুকুল হত্যার বিচারের দাবীতে আজ সকাল থেকে অর্থ দিবস হর্তাল পালন করা হয় । এসময় সাঘাটা উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখা হয় ।
উল্লেখ্য, গত ৫ জুলাই গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বঘোষিত সাঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি’র নেতৃত্বে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলাম মুকুল নিহত হয় । পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে স্বঘোষিত সাঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি আশাদুল ইসলামসহ ১৯ জনের নামে সাঘাটা থানায় মামলা করেন ।