1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাগরে নিখোঁজ তিন তরুণের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে সাগরে নেমে নিখোঁজ হওয়া তিন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা একটার দিকে সমুদ্র উপকূলের কিছুটা দুরে লাশ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ নিখোঁজ তিন তরুণের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। নিখোঁজ তিন তরুণ হলেন মো. আলাউদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৯) ও মো. ইয়াসিন (১৮)।

তারা চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আলাউদ্দিন ও সাইফুল চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। ইয়াসিন নগরের একটি ছাপাখানায় কাজ করতেন।

এর আগে গত ২১ জুন একই এলাকাই দুই ছাত্র নিখোঁজ হয়েছিলেন। পরদিন তাদের লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। ১৫ দিনের মাথায় আবারও তিনজন নিখোঁজের ঘটনা ঘটল।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে উৎসুক জনতা ও নিখোঁজ তরুণদের স্বজনেরা উপকূলে ভিড় করছেন। দুপুর ১২টার দিকে স্থানীয় কিছু জনতাকে উদ্ধারকারী দলের ওপর উত্তেজিত হতে দেখা যায়। তারা ক্ষুব্ধ হয়ে জানান, ভাটা অবস্থায় উদ্ধার করা না গেলে জোয়ারের সময় উদ্ধার করা আর সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, গত ২১ জুন আরও দুই ছাত্র নিখোঁজ হয়েছিলেন। কিন্তু উদ্ধার অভিযানে কিছুটা গাফিলতি ছিল। তাই তাদের জীবিত উদ্ধার করা যায়নি। এবারও উদ্ধারকারীদের চরম গাফিলতি দেখা গেছে। ভাটার সময় উদ্ধার করা না গেলে জোয়ারের সময় উদ্ধার করা সম্ভব নয়।

নিখোঁজ সাইফুলের খালাতো ভাই আরিফ হোসেন জানান, শুক্রবার বেলা দুইটার দিকে লেগুনায় করে ২৩ জন একসঙ্গে ওই সৈকতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে সমুদ্রে নেমে গোসল করার সময় একজন নিখোঁজ হন। তাকে খুঁজতে গিয়ে অপর দুজন নিখোঁজ হন।

নিখোঁজ মো. ইয়াসিনের মা পারভীন আক্তার বলেন, খাওয়াদাওয়া শেষে তারা ঝাউবনে বসে ছিলেন। ছেলেরা খোলা জায়গায় খেলছিলেন।

এ সময় তার ছেলেসহ তিনজন পানিতে নামার সময় অন্য ছেলেরা বাধা দিয়েছিলেন। কিন্তু তারা কথা শোনেননি।

সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, গত ২১ জুন দুই ছাত্র নিখোঁজ হওয়ার পর পানিতে না নামার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০টির বেশি সতর্কতা সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সাবধান, অনুমতি ছাড়া সাগরের পানিতে নামা নিষেধ।’ কয়েক দিন পরপর মাইকিং করা হচ্ছে। তবুও জেনেশুনে পানিতে নেমে বিপদ ডেকে আনছেন কিছু যুবক।

গতকালও পরিবারের পক্ষ থেকে ওই তিন তরুণকে বাঁধা দেওয়ার পরও তারা কথা শোনেননি।

উদ্ধারকারী দলের কোনো গাফিলতি ছিল না দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম বলেন, গতকাল রাত থেকে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্তু সাগর উত্তাল থাকায় তাদের বেগ পেতে হচ্ছে। রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, স্থানীয় জনতা কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে পড়েছে। উদ্ধারকাজে তারা কোনো গাফিলতি করেননি। নানা কৌশল অবলম্বন করছেন উদ্ধারকাজে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft