
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই সন্তানের জনক অসহায় এক সুদর্শন যুবক শিপন খন্দকার রেকটাম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। বাবাকে বাঁচাতে চিকিৎসার জন্য তার দুই শিশু সন্তান সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া হিরক পাড়া গ্রামের মোজাহেদ আলী খন্দকার ও কল্পনা বেগমের ছেলে শিপন খন্দকার। তার বয়স প্রায় ৩৮ বছর। তার স্ত্রী কোহিনুর বেগম ও দুই শিশু সন্তান নাইমুর রহমান মাহি ও ইসরাত জাহান অনন্যা।
হঠাৎই শিপনের শরীরে রেকটাম ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে সে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসক ওই হাসপাতালের মেডিকেল ওনোকোলজি বিভাগের এ্যাসিসটেল প্রফেসর ডা. মো. ইসলাম উদ্দিন চৌধুরী জানান, শিপন খন্দকার রেকটাম ক্যান্সারে আক্রান্ত। তাকে ৫দিন পর পর একই সাথে কেমো থেরাপি ও রেডিও থেরাপি দিতে হচ্ছে। তার চিকিৎসার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন।
শিপন খন্দকারের ছেলে গোবিন্দগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান মাহি জানায়, আমার বাবা কঠিন ক্যান্সারে আক্রান্ত। আমার বাবাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আপনাদের আর্থিক সহায়তার আমার বাবার জীবন হয়তো বাঁচতে পারে। বাবা না থাকলে আমরা কোথায় যাব। কিভাবে বড় হব।
একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান অনন্যা জানায়, বাবা অনেকদিন হলো আমার সাথে খেলেনা। বাবা আমাকে কোলে নেয়না, আদর করে না। বাবা ছাড়া আমি কেমন করে থাকবো। কার কোলে উঠব। কে আমাকে আদর করবে। আমার বাবার কঠিন অসুখ হয়েছে। আপনারা সাহায্য করে আমার বাবাকে বাঁচিয়ে দিন।
শিপনের স্ত্রী কোহিনুর বেগম জানান, শিপনের বাবা-মা কেউই বেঁচে নেই। একমাত্র উপার্জনক্রম ছিলেন তিনি। যা কিছু সব শেষ করে তার চিকিৎসা করা হচ্ছে। পাঁচদিন পর পর তাকে কেমো ও রেডিও থেরাপি না দিলে তার শরীর খারাপ হয়ে যায়। এতে প্রচুর অর্থ খরচ হওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। তার অবুঝ দুটি সন্তানের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকার ও বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।
তাকে আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা- একাউন্ট নম্বর ২০৫০২১৯০২০১৭০৯৮০৬ ইসলামী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা এবং একাউন্ট নম্বর ৫১০৭৮০১০২৩৫১৯ সোনালী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা। বিকাশ নম্বর ০১৭৯৫-৭৮৬৫৫২ অথবা ০১৮৩৫-৭০৫০৩৩।