
রাশিয়া বিশ্বকাপ ২০১৮ তে কোয়ার্টার ফাইনালে দিনের ২য় ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি হয় ব্রাজিল সেই ম্যাচে চলে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের খেলা।
ম্যাচের ১৩ মিনিটেই কর্নার থেকে ফার্নান্দিনহোর ওন গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপরে বেলজিয়ামের ডিফ্বন্সে একের পর এক আক্রমন চালাতে থাকে ব্রাজিল।
কিন্তু আক্রমনের এক পর্যায়ে বল নিয়ে অর্ধেক মাঠে চলে যান লুকাকু। নিজের অ্যাসিস্টে বল দেন ডি ব্রুইনকে। ডি ব্রুইন অসাধারন শর্টে অ্যালিসনকে বোকা বানান। সেই গোলেই ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেবিলরা। এরপর ৭৬ মিনিটে আগস্তর গোলে ১ম গলের দেখা পায় ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম।