1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ পলাশবাড়ীতে আলহাজ্ব ফজলুল হক মন্ডলের ইন্তেকাল : দাফন সম্পন্ন গভীর শোক ও সমবেদনা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাত ফারিয়ার কেন্দ্রীয় সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা পলাশবাড়ীতে কাকতালীয় ইঞ্জিন বিস্ফোরণ ঘটে প্রাইভেট কার ভস্মীভূত সৌভাগ্যক্রমে কোনো অঘটন ঘটেনি পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক বিশেষ সভা অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম

‘ওদের বদলে মেয়েদের পাঠালেও ইজ্জত বাঁচতো’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:  অ্যান্টিগা-তে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রানে অল আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেমন শোকে মুহ্যমান, সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই শোকের পাশাপাশি চলছে হাসিঠাট্টা, মশকরা আর ব্যঙ্গ-বিদ্রূপেরও ঝড়।

অনেকেই আবার বলছেন, বিশ্বকাপ ফুটবলের ভরা মৌশুমে বাংলাদেশের এই ব্যাটিং ভরাডুবি হয়তো অনেকেরই নজর এড়িয়ে যাবে, এটাই যা বাঁচোয়া।৪৩ রানে অল আউট টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সবচেয়ে কম বল খেলে একটা ইনিংসে সবাই আউট হওয়ার বিশ্বরেকর্ডও আর একটু হলেই তাদের দখলে চলে আসত – মাত্র এক বল বেশি খেলে তারা সেই লজ্জা থেকে রক্ষা পেয়েছে।

বাংলাদেশের তারকা ক্রিকেটাররা কীভাবে সবাই এক সঙ্গে এভাবে ওয়েস্ট ইন্ডিজের হাতে নাস্তানাবুদ হলেন, তার নানা চটজলদি ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। কোনওটা সিরিয়াস ব্যাখ্যা, কোনওটা আবার ব্যঙ্গ করে।

যেমন এস এম আমিনুল রুবেল নামে একজন ফেসবুকে পোস্ট করেছেন, “ওদের বদলে মেয়েদের পাঠালেও ইজ্জত বাঁচতো”। বাংলাদেশের নারী ক্রিকেটাররা সম্প্রতি দারুণ সাফল্য পেয়েছেন – কুয়ালালামপুরের ফাইনালে ভারতকেও হারিয়েছে তারা। সম্ভবত সেটা মাথায় রেখেই তিনি বলতে চাইছেন, ওয়েস্ট ইন্ডিজে সাকিব-তামিমদের বদলে মহিলা জাতীয় দলকে পাঠানো হলে তারা কখনওই এতটা খারাপ করত না!

আরিক আনাম খানের আবার বিশ্বাস, “ভাগ্যিস বিশ্বকাপ চলছে, তাই বাংলাদেশের এই টেস্টের কথা কেউ মনেই রাখবে না!”ফুটবলের এই সিজনে বাংলাদেশ বোধহয় ভেবেছিল এই ম্যাচটাও ৯০ মিনিটের, তাই পাক্কা ৯০ মিনিট তারা ব্যাটিং করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।শামসুল হক রাসেলও বিশ্বাস করেন “ফুটবলের সিজনে ক্রিকেট খেললে তো এমনই হবে”।

রবিউল ইসলাম জীবন নামে একজন আবার ছড়া কেটেছেন “বাংলাদেশের নতুন কোচ বনাম ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ!”কেমার রোচের খুনে বোলিংয়েই ধ্বসে পড়েছিল বাংলাদেশ ব্যাটিংয়ের টপ অর্ডার। আর সেই শোকগাথার একটা নামকরণও করেছেন তিনি : ‘এ কেমন ইতিহাস ৪৩/১০’!!জনি হক মন্তব্য করেছেন, উরুগুয়ে বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল দেখার সুযোগ কোনওভাবেই হাতছাড়া না হয়, সে জন্যই না কি বাংলাদেশের ক্রিকেটাররা মরিয়া ছিলেন!

অর্থাৎ বিশ্বকাপের ওই ম্যাচ শুরু হওয়ার আগেই যাতে অ্যান্টিগা টেস্ট শেষ করে দেওয়া যায়, বাংলাদেশের ক্রিকেটাররা সে চেষ্টাতেই আছেন বলে ব্যঙ্গ করছেন মি হক।
ফেসবুকে সুমন সাহা নামে আর একজন আবার ক্রিকেটারদের সাবধান করে দিয়ে লিখেছেন, “হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। খেলায় মন দেন খেলোয়াড়বৃন্দ। খেলায় হারলে ভোটেও হারবেন!””অপরাধী গেয়ে হিট করানোর লোক যে অনেক আছে”, সেটাও তিনি তাদের মনে করিয়ে দিতে ভোলেননি।

তবে এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও কিছুটা সান্ত্বনার আলো খুঁজে পাচ্ছেন জেরিন হোসেন।তিনি নিজের ওয়ালে পোস্ট করেছেন, বাংলাদেশের সর্বনিম্ন টেস্ট স্কোর যেখানে ৪৩ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮), সেখানে ভারতের সর্বনিম্ন টেস্ট স্কোর ৪২ (বনাম ইংল্যান্ড, ১৯৭৪)।
চুয়াল্লিশ বছর আগে অজিত ওয়াড়েকরের ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ড সফরে গিয়ে তখনকার ভারতীয় দলও মাত্র ৪২ রানে সবাই আউট হয়ে গিয়েছিলেন।ভারতের চেয়ে বাংলাদেশ যে এখানে মাত্র এক রানে হলেও এগিয়ে আছে, জেরিন হোসেনের মতে সেটাই (হ্যাশট্যাগ)সান্ত্বনা!

সূত্র: বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft