
রাজধানীর অদূরে সাভার এলাকায় অপহরণের ৩ দিনপর জয়ন্ত নামে ৪ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক যুবকরা হলেন- শুভ ও নাছির। তারা সম্পর্কে শালা-দুলাভাই। তারা হেমায়েতপুরে জয়ন্তর পাশের কক্ষে ভাড়া থাকতো।
বুধবার রাত ১১টার দিকে সাভার-সিংগাইয়ের সীমানা ব্রিজের নীচে বংশী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু জয়ন্তের লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবা শ্রী সনু সাভারে হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করে।
অপহৃত শিশু জয়ন্তর বাবা জানান, ১ জুলাই সকাল ১১টার পর থেকে শিশু জয়ন্তকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২ জুলাই থানায় সাধারণ ডায়েরি করে। এদিকে অপহরণকারী মুক্তিপণ চেয়ে এক লাখ টাকা দাবি করে। পরে বিকাশে ৭ হাজার টাকাও দেয়া হয়।
এ ঘটনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক আবুল বাশার জানান, নিখোঁজের সূত্রধরে গোয়েন্দা পুলিশও কাজ শুরু করে। পরে সাভার মডেল থানার সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক শিশু জয়ন্তের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।