
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ জুলাই বুধবার রাতে ‘তোমার সুরের নেশায়’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি শাহ্ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, কালচারাল অফিসার আলমগীর কবির প্রমুখ।
অধ্যাপক অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেন শাহ্ মশিউর রহমান, চুনি ইসলাম, সুনতি মন্ডল, মধুরিমা, সোমাসেন, মেঘলীনা দ্যোতি প্রমুখ।