
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে জুয়ার আসর থেকে পুলিশের হাতে আটক ৪ জুয়ারু’ কে তিন দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামদিয়া বাজারের দেওয়ানজী চৌধুরীর ছেলে তারেক চৌধুরীর ছত্র-ছায়ায় দালাল অফিসের নাম ভেঙ্গে একটি ঘরে বেশ কিছু দিন যাবত জুয়ার আসর বসিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকার জুয়া খেলা চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহফুজ, এস আই আনিছসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সময় হাতে নাতে পাঁচবিবি উপজেলার আওলাইনের কাঠালিয়া গ্রামের দারাজ আলীর ছেলে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ(৩৫), কামদিয়া ইউনিয়নের এনায়েত পুর গ্রামের মৃত আইজার রহমানের ছেলে মিঠু (২৮),একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে জিল্লুর(৪০) ও পাশ্ববর্তী মহিষমুড়ি গ্রামের ইজারত আলীর ছেলে আলমগীরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ঘটনাস্থলে গিয়ে শত -শত জন সাধারনের মাঝে জুয়ার কুফল সম্পর্কে অবহিত করে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক জুয়ারুর ৩দিন করে কারাদন্ড প্রদান করেন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।