
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব শুরু হচ্ছে শনিবার। আসরের ৩২টি দলের মধ্যে ১৬ দল খেলবে এই পর্বে। প্রতিটি খেলার বিজয়ী দল যাবে কোয়ার্টার ফাইনালে।
শিরোপার লড়াইয়ে এবার প্রথমপর্ব থেকে ছিটকে গেছে কয়েকটি হ্যাভিওয়েট দল। আবার ছিটকে পড়েও সামনে শেষ মুহূর্তে নক আউটে এসেছে আর্জেন্টিনা ও জাপান।
প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরা অন্য একটি গ্রুপের রানারআপের সাথে খেলবেন। সেই হিসাবে তৈরি হয়েছে নকআউট পর্বের নতুন সূচী।
নকআউট পর্বের ১৬ দল
‘এ’ গ্রুপে নিজেদের সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে; রানার্স আপ হয়ে নক আউট পর্ব নিশ্চত করেছে রাশিয়া। গ্রুপ ‘বি’ তে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ পর্তুগাল। গ্রুপ ‘সি’ তে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স, আর পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স আপ ডেনমার্ক।
শনিবার (৩০ জুন) আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ দিয়ে শুরু হবে নক আউট পর্ব।
নক আউট পর্বের খেলা
৩০ জুন (শনিবার) রাত ৮টা: ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স বনাম ‘ডি’ গ্রুপের রানার্স আপ আর্জেন্টিনা। একই দিনে (শনিবার) রাত ১২টায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে বনাম ‘বি’ গ্রুপের রানার্স আপ পর্তুগাল।
০১ জুলাই (রবিবার) রাত ৮টা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন বনাম ‘এ’ গ্রুপের রানার্স আপ রাশিয়া। এদিন রাত ১২টায় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া বনাম ‘সি’ গ্রুপের রানার্স আপ ডেনমার্ক।
০২ জুলাই (সোমবার) রাত ৮টায় ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম ‘এফ’ গ্রুপের রানার্স আপ মেক্সিকো। এদিন রাত ১২টায় ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেলজিয়াম বনাম ‘এইচ’ গ্রুপের রানার্স আপ জাপান।
০৩ জুলাই (মঙ্গলবার) রাত ৮টায় ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইডেন বনাম ‘ই’ গ্রুপের রানার্স আপ সুইজারল্যান্ড। এদিন রাত ১২টায় ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়া বনাম ‘জি’ গ্রুপের রানার্স আপ ইংল্যান্ড।